প্রবল অর্থাভাব এবং দীর্ঘকাল লকডাউনের কারণে ক্রান্তি প্রেসের মুদ্রণের যন্ত্রপাতি বিকল হয়ে যাওয়ায় বর্তমানে গণবার্তার অনলাইন সংস্করণ প্রকাশিত হবে। পত্রিকা ছাপানোর খরচ বহন করা আদৌ সম্ভব নয়। এমতাবস্থায় শুভানুধ্যায়ীদের কাছে আমরা সহযোগিতা আশা করি। আপনাদের কাছে বিনীত অনুরোধ অনলাইনে পত্রিকার গ্রাহক হয়ে আমাদের পাশে দাঁড়ান।
- সম্পাদকমণ্ডলী, গণবার্তা
...বাঘের ভয়ে বাঘ উদ্বিগ্ন হয় না, কিন্তু এ সভ্যতায় পৃথিবী জুড়ে মানুষের ভয়ে মানুষ কম্পান্বিত। এইরকম অস্বাভাবিক অবস্থাতেই সভ্যতা আপন মুষল আপনি প্রসব করতে থাকে। আজ তাই শুরু হল। সঙ্গে সঙ্গে ভীত মানুষ শান্তির কল বানাবার চেষ্টায় প্রবৃত্ত, কিন্তু কলের শান্তি তাদের কাজে লাগবে না শান্তির উপায় যাদের অন্তরে নেই। ব্যক্তিহননকারী সভ্যতা টিকতে পারে না।