৬৮ বর্ষ উনিশ সংখ্যা | ২৬ সেপ্টেম্বর ২০২০

    সংবাদ

    মুর্শিদাবাদ জেলার ডিএম অফিস অভিযান


    করোনা সংক্রমণ দীর্ঘ লকডাউনের ফলে দেশজুডে জনজীবনে নানা সমস্যা প্রকট হয়েছে৷ এই মানব সভ্যতার সংকটকালে আমাদের দেশ রাজ্য সরকারের জনগণের প্রতি যে নূ্যনতম দায়বদ্ধতা দেখানো উচিৎ ছিল তা দেখাতে পারেনি৷

    উপরন্তু মানুষের এই সংকটের সময় জনজীবনে বাডতি সমস্যা চাপিয়ে দিতে নানা নীতি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছে৷ স্বাভাবিক ভাবে আর এস পি সহ বামপন্থীরা এই সময় গোটা দেশের মত আমাদের রাজ্যে একদিকে যেমন জনগণের পাশে দাঁডানোর কর্মসূচি গ্রহণ করে চলেছে অন্যদিকে জনগণের নানা সমস্যা তুলে ধরে আন্দোলনের কর্মসূচি চলছে৷

    তার অঙ্গ হিসেবে আগামী ৬ অক্টোবর কষক বিরোধী কষি বিল বাতিল, ছাত্র স্বার্থবিরোধী নয়া জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে পরিযায়ী শ্রমিক সহ লকডাউনের ফলে কাজ হারানো সমস্ত মানুষের ৭৫০০ টাকা ভাতা দেয়ার দাবিতে এবং রাজ্যের শাসক দলের আমফান, রেশন সহ নানা ক্ষেত্রে দুর্নীতি কেন্দ্র সরকারের রেল, বিমা, ব্যাঙ্ক সহ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারিকরণের প্রতিবাদে ডিএম অফিস অভিযানের ডাক দিয়েছে আর এস পি দলের ছাত্র, যুব, মহিলা, কষক, শ্রমিক সংগঠন৷

    ডিএম অফিস অভিযানকে সফল করে তুলতে একদিকে আর এস পি’র মুর্শিদাবাদ জেলা সম্পাদক কম. বিশ্বনাথ ব্যানার্জীর উদ্যোগে যেমন বিভিন্ন লোকালে গণসংগঠনের কর্মীদের নিয়ে সভা করা হয়, অন্যদিকে পি এস ইউ-আর য়াই এফ মুর্শিদাবাদ জেলা কমিটির সিদ্ধান্ত মতো জেলার বিভিন্ন প্রান্তে সভা মিছিলের মধ্য দিয়ে ডিএম অফিস অভিযানের প্রচার কর্মসূচি শুরু হয়েছে৷ ইতিমধ্যে সামশেরগঞ্জ, অরঙ্গাবাদ, বেলডাঙ্গা, লালগোলা, বহরমপুরের মণীন্দ্রনগর, ডাকবাংলা, ইসলামপুর, নদার বালি আমতলা সহ বিভিন্ন এলাকায় পথসভা মিছিলের মধ্য দিয়ে প্রচার কর্মসূচি সম্পন্ন হয়েছে৷ আগামী সপ্তাহ জুডে জেলার সালার, ভরতপুর, রেজিনগর জঙ্গিপুর সহ জেলার অন্যান্য প্রান্তে প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হবে৷ জেলার বিভিন্ন প্রান্ত জুডে এই সভাগুলিতে বক্তব্য রাখছেন আর য়াই এফের সর্বভারতীয় সম্পাদক কম. অঞ্জনাভ দত্ত, পি এস ইউ-এর রাজ্য সম্পাদক কম. নফেল মহাঃ সাফিউল্লা, আর য়াই এফের কেন্দ্রীয় কমিটির সদস্য কম. বিজন মৈত্র, জেলা সম্পাদক কম. এ কে এম হাসানুজ্জামান, রাজ্য কমিটির সদস্য কম. মনজিৎ চৌধুরী, পি এস ইউ এর জেলা সম্পাদক কম. হাবিবুর রহমান, সভাপতি কম. জিয়াউল হক সহ অন্যান্য ছাত্র যুব নেতবন্দ৷ এই সভাগুলিতে নয়া জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে বক্তারা সোচ্চার হন অন্যদিকে ছাত্র যুব কর্মীরা জেলা জুডে দাবি তুলছে তথাকথিত নিউ নর্মালে তোল আয়াজ, সবার শিক্ষা, সবার কাজ৷ কেন্দ্র রাজ্য সরকারের নানা জনবিরোধী নীতির ফলে নাভিশ্বাস উঠেছে জেলার মানুষের৷ ৬ অক্টোবর আর এস পি’র সঙ্গে যুক্ত গণসংগঠনগুলির ডাকে ডিএম অফিস অভিযানকে কেন্দ্র করে যথেষ্ট উৎসাহ আগ্রহ লক্ষ করা যাচ্ছে৷