৬৮ বর্ষ উনিশ সংখ্যা | ২৬ সেপ্টেম্বর ২০২০
সংবাদ
দেগঙ্গাতে পি এস ইউ-এর প্রতিবাদ সভা
যারা জোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য৷ এই মন্ত্রকে মাথায় করে ছাত্রসংগঠন পি এস ইউ রাজ্যের বিভিন্ন প্রান্তে কষকের পাশে দাঁডানোর সিদ্ধান্ত গ্রহণ করে৷ কষক বিরোধী কষি বিলের বিরুদ্ধে গত ২৫ তারিখ গ্রামীণ ভারত বন্ধের সমর্থনে পি এস ইউ-এর কর্মীরা রাজ্যের কষকদের সাথে রাজপথের দখল নেয়৷ পাশাপাশি গ্রামীণ ভারত বন্ধের সমর্থনে সভা সংগঠিত করে৷ গত ২৪ সেপ্ঢেম্বর উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা বাজারে প্রতিবাদ সভা সংগঠিত হয়৷ এখানে কিছু দুঃস্থ ছাত্র ছাত্রীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেয়া হয়৷ এদিনের সভাতে বক্তব্য রাখেন পি এস ইউ এর রাজ্য সম্পাদক নফেল মহাঃ সাফিউল্লা৷ তিনি তার বক্তব্যে কেন্দ্র রাজ্য সরকারের নানা জনবিরোধী নীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ার কথা বলেন এবং রাস্তার লডাইতে জনগণকে সামিল হয়ার আহ্বান করেন৷ এছাডা এদিনের সভাতে বক্তব্য রাখেন পি এস ইউ এর রাজ্য সহ-সভাপতি কম. প্রসেনজিৎ দাস ছাত্র নেত্রী কম. স্রেতা ভট্টাচার্য প্রসেনজিৎ সরকার৷