৬৮ বর্ষ উনিশ সংখ্যা | ২৬ সেপ্টেম্বর ২০২০
সংবাদ
বিক্ষোভে উত্তাল বাংলা
হেঁডিয়া, পূর্ব মেদিনীপুরে ২৫ সেপ্ঢেম্বর কেন্দ্রীয় সরকারের কষকস্বার্থ বিরোধী কালা আইনের বিরুদ্ধে দেশব্যাপী মিছিল, অবরোধ, পথসভা অনুষ্ঠিত হয়৷ রাজ্যসডক অবরোধের সময় ঝেঁপে বষ্টি নামে৷ এই প্রবল বষ্টির মধ্যে শত শত মানুষ ভিজতে থাকেন৷ এই সময় পুলিশ অবরোধ তুলতে এলে ক্ষিপ্ত জনগণ পুলিশকে চারদিক থেকে ঘিরে ফেলে৷ মুহূর্তে খেজুরির হেঁডিয়ার মোড রণক্ষেত্রের চেহারা নেয়৷ পুলিশ পিছু হঠতে বাধ্য হয়৷ পথসভায় বক্তব্য রাখেন কম. হিমাংশু দাস, কম. বিষ্ণুহরি মান্না, কম. অশ্বিনী জানা, কম. ভরত মাইতি, কম. সুনীল সীট প্রমুখ নেতবন্দ৷