৬৮ বর্ষ উনিশ সংখ্যা | ২৬ সেপ্টেম্বর ২০২০
সংবাদ
যৌথ আন্দোলনে নিখিল বঙ্গ মহিলা সংঘ
২৮ অগস্ট ২০২০ জীবন-জীবিকা গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং নারী সুরক্ষা সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে প্রতিটি জেলায় এ আই ডি ডব্লিউ এ, এন বি এম এস, এ আই এ এম এস, এ আই পি ডব্লিউ এ এবং এ আই এম এস এস-এর যৌথ উদ্যোগে জাতীয় প্রতিবাদ দিবস পালিত হয়৷ ই কর্মসূচিতে এ আই ডি ডব্লিউ এ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা কম. কনীনিকা ঘোষ, এন বি এম এস-এর রাজ্য সম্পাদিকা কম. সর্বানী ভট্টাচার্য, এন পি আই ডব্লিউ-এর রাজ্য সম্পাদিকা কম. শ্যামশ্রী দাস, এ আই এ এম এস-এর রাজ্য সম্পাদিকা কম. ডলি রায় এ আই পি ডব্লিউ এ-এর রাজ্য সম্পাদিকা কম. ইন্দ্রাণী দত্ত এবং এ আই এম এস এস-এর রাজ্য কমিটির সম্পাদিকা কম. কল্পনা দত্ত এক যৌথ বিবতিতে সারা রাজ্য জুডে এই কর্মসূচিতে যে অসংখ্য মহিলা অংশগ্রহণ করেছেন তাদের অভিনন্দন জানান৷
তারা বলেছেন কেন্দ্র রাজ্য সরকারের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে মহিলা সহ সাধারণ মানুষের অধিকার রক্ষায় তাদের ঐক্যবদ্ধ লডাই জারি থাকবে৷
কলকাতা সহ আলিপুরদুয়ার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদীয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ চবিব্শ পরগনা, ঔগলী সহ বিভিন্ন জেলা, নিখিলবঙ্গ মহিলা সংঘের বঔ সদস্যা এ দিনের জাতীয় প্রতিবাদ দিবসে অংশগ্রহণ করে কেন্দ্র রাজ্যের অপশাসনের বিরুদ্ধে আন্দোলন গডে তুলতে সাধারণ মানুষের কাছে আহ্বান জানান৷ এই জেলাগুলিতে যথাক্রমে কম. সুস্মিতা রায়, কম. পাপিয়া ভট্টাচার্য, কম. মদিনা বেগম, কম.ছন্দা গোস্বামী, কম. সুচেতা বিশ্বাস, কম. চঞ্চলা ঘোষ, কম. তপ্তি পান্ডে, কম. করবী সেন, কম. ছায়া রায়, কম. ভবানী বর্মন, কম. সুরাইয়া খাতুন, কম. গোপা দত্তগুপ্ত, কম. ভগবতী মণ্ডল কম. চম্পা বসাক এবং কম. মিত্রা চ্যাটার্জী বক্তব্য রাখেন৷