৬৮ বর্ষ উনিশ সংখ্যা | ২৬ সেপ্টেম্বর ২০২০

    সংবাদ

    রাজগঞ্জের ঘটনায় মহিলাদের মিছিল ডেপুটেশন


    রাজ্যে ক্রমশ নারী নির্যাতন বাডছে৷ পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে৷ মহিলা মুখ্যমন্ত্রী সত্ত্বে এ রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে গত ১৪ সেপ্ঢেম্বর পাঁচটি বামপন্থী মহিলা সংগঠনের (সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, নিখিল বঙ্গ মহিলা সংঘ, পশ্চিমবঙ্গ মহিলা সমিতি, অগ্রগামী মহিলা সমিতি, সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি)-র ডাকে বিধাননগর করুণাময়ী থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়৷ রাজ্য মহিলা কমিশন রাজ্য সরকারের প্রতি তীব্র ধিক্কার দিতে দিতে মিছিল গিয়ে পৌঁছায় রাজ্য মহিলা কমিশনে৷ সম্প্রতি জলপাইগুডি জেলার রাজগঞ্জে আদিবাসী দুই নাবালিকার উপর অত্যাচার এবং একজনের মত্যু হলে রাজ্য প্রশাসন যথারীতি নীরব৷ কোনো কার্যকর ভূমিকা মুখ্যমন্ত্রীর বা প্রশাসনের নেই৷ বঔক্ষেত্রেই শাসকদলের লোকজন এইসব ন্যক্কারজনক অপকর্মের সঙ্গে যুক্ত৷

    একইসঙ্গে বীরভূমে আদিবাসী মহিলাকে ধর্ষণ, বর্ধমানে গর্ভবতী মহিলার উপর অত্যাচার, গডবেতায় মহিলাদের উপর তণমূলের লাঠিপেটা, কলকাতায় মহিলাকে গাডি চাপা দেয়ার বেপরোয়া ঘটনা ঘটে চলেছে৷ এছাডা ঘরে বাইরে বাডছে মহিলাদের উপর শারীরিক, মানসিক নির্যাতন৷

    এসবের প্রতিবাদে কম. কনীনিকা বসু, কম. গোপা দত্তগুপ্ত, কম. ডলি রায়, কম. শ্যামশ্রী দাস, কম. ইন্দ্রাণী দত্ত কম. স্বপ্না ভট্টাচার্য সহ ছ’জনের এক প্রতিনিধিদল মহিলা কমিশনের সভানেত্রীর সঙ্গে দেখা করতে যান, কিন্তু তিনি না থাকায় তাঁর প্রতিনিধির হাতে দাবিপত্র দিয়ে ক্ষোভের কথা জানিয়ে আসেন৷ একইসঙ্গে এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব, অনগ্রসর উন্নয়ন মন্ত্রককে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে৷