৬৮ বর্ষ উনিশ সংখ্যা | ২৬ সেপ্টেম্বর ২০২০

    সংবাদ

    সবাই মিলে প্রতিরোধ করতেই হবে


    জীবন জীবিকা, গণতান্ত্রিক অধিকার রক্ষা নারী সুরক্ষার দাবিতে আগামী ২-৯ অক্টোবর রাজ্যের সব ব্লক জেলা স্তরে ডেপুটেশন গণবিক্ষোভ৷ সকলে প্রতিবাদে সামিল হন৷

    দেশের বিভিন্ন কষক খেত মজুর সংগঠন মোদী সরকারের কষক জনস্বার্থবিরোধী তিনটি অর্ডিন্যান্স, যাকে তারা আইনে পরিণত করেছে তার বিরুদ্ধে আগামী ২৫ তারিখ দেশব্যাপী যে প্রতিরোধ আন্দোলন-এর ডাক দিয়েছে, তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাঁচটি বামপন্থী মহিলা সংগঠন৷ আজ এক যৌথ বিবতিতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষে রাজ্য সম্পাদিকা কম. কনীনিকা ঘোষ পশ্চিমবঙ্গ মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কম. শ্যামশ্রী দাস, অগ্রগামী মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কম. ডলি রায়, নিখিল বঙ্গ মহিলা সংঘ’র রাজ্য সম্পাদিকা কম. সর্বানী ভট্টাচার্য সারা ভারত প্রগতিশীল মহিলা রাজ্য সম্পাদিকা কম. ইন্দ্রানী দত্ত জানিয়েছেন, এই অতিমারির সময় একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি সরকার৷

    এই তিনটি কালা অর্ডিন্যান্সকে আইনে পরিণত করতে চেয়ে আসলে দেশের সামগ্রিক কষিব্যবস্থাকে কর্পোরেট-এর হাতে তুলে দেয়ার ব্যবস্থা করতে চাইছে মোদী সরকার৷ আমাদের সকলের অন্নের জোগান দিতে যে কষক ক্ষেতমজুরেরা প্রাণপাত পরিশ্রম করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে, তাদের একই সাথে দেশের মানুষের সর্বনাশের এ চেষ্টা মুখ বুজে কখনোই মেনে নেবে না এ রাজ্যের মহিলা সমাজ৷ তাই দেশের কষক ক্ষেতমজুরের প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনে তাদের পাশে থাকবে এ রাজ্যের মহিলা সমাজ৷ একই সাথে তারা রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন গণতান্ত্রিক মানুষকে এই কালা অর্ডিন্যান্সগুলির বিরুদ্ধেএগিয়ে আসার আহ্বান জানিয়েছেন৷