৬৮ বর্ষ উনিশ সংখ্যা | ২৬ সেপ্টেম্বর ২০২০

    সংবাদ

    অভিনব কায়দায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করলেন দলের কর্মী-সমর্থকেরা


    দ্রব্যমূল্য বদ্ধির প্রতিবাদে অভিনব ধারায় আর এস পি’র প্রতিবাদ।

    আকাশছোঁয়া দ্রব্যমূল্যের প্রতিবাদে আর এস পি-র উত্তর কলকাতা-১ আঞ্চলিক কমিটির উদ্যোগে রবিবার (১৩ সেপ্ঢেম্বর) সকালে মানিকতলা বাজারের সামনে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়৷

    প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত মহিলারা মাটির থালায় বিভিন্ন সবজির ছবি আঁকার মধ্যে দিয়ে ফুটিয়ে তুললেন দাবি -‘‘এত দাম খাব কী?’’ সেই থালা গলায় ঝুলিয়ে, থালা বাজিয়ে স্লোগান দিয়ে অভিনব কায়দায় দ্রব্যমূল্য বদ্ধির প্রতিবাদ করলেন দলের কর্মী সমর্থকেরা৷

    এই প্রতিবাদ পথ চলতি মানুষ এবং বাজার করতে আসা মানুষদের ব্যাপক নজর কেডে নেয়৷ মানুষজন রাস্তায় দাঁডিয়ে বাস, অটো-সহ বিভিন্ন গাডি থেকে উঁকি মেরে দেখেন আর এস পি’র এই প্রতিবাদ কর্মসূচি৷

    কর্মসূচিতে উপস্থিত উত্তর কলকাতার ১৫ নম্বর য়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আর এস পি কলকাতা জেলার নেতা কম. দীপু সাহা তীব্র ভাষায় রাজ্য কেন্দ্র সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন৷ সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা-সম্বল স্লোগান সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলে৷ বঔ মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন৷ এ ছাডা এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আর এস পি’র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য দলের শ্রমিক সংগঠন ইউ টি ইউ সি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অশোক ঘোষ৷ তিনি নিজের বক্তব্যে সাধারণ মানুষের প্রতি সরকারের বঞ্চনা এবং বর্তমানের কোভিড-১৯ পরিস্থিতিতে আর্থিক সংকটের মুখোমুখি মানুষের সামনে আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যে বদ্ধির জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরেন৷

    তিনি বলেন, ‘‘করোনা লকডাউনে মানুষ এমনিতেই দুর্ভোগের সম্মুখীন৷ এমন পরিস্থিতিতে দ্রবমূল্যে লাগাম ধরে রাখতে ব্যর্থ সরকার৷ যতদিন পর্যন্ত জিনিসপত্রের দাম স্বাভাবিক হচ্ছে, ততদিন পর্যন্ত সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আর এস পি’র এই আন্দোলন প্রতিবাদ চলবে৷’’