৬৮ বর্ষ উনিশ সংখ্যা | ২৬ সেপ্টেম্বর ২০২০
সংবাদ
দক্ষিণ দমদমে আরএসপি’র পথসভা
গত ২৪ সেপ্ঢেম্বর বহস্পতিবার দমদম (দক্ষিণ) লোকাল কমিটির সক্রিয় উদ্যোগে নাগের বাজারের সামনে এবং গরুহাটার মোডে দুটি পথসভা সংগঠিত করা হয়৷ অসহনীয় দ্রব্যমূল্য বদ্ধি, রেকর্ড ছোঁয়া বেকারত্ব, সর্বোপরি অপরিকল্পিত রাষ্ট্রিক বাঔবল প্রদর্শনকারী লকডাউনে জনজীবন সহ স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিষেবার বিপর্যস্ত অবস্থার পরিপ্রেক্ষিতে দেশবাসী আজ স্বতঃস্ফূর্ত বিক্ষোভে ফেটে পডতে উন্মুখ৷ বর্তমান এই দুঃসহ সময়ে স্থানীয় ভিত্তিতে আর এস পি পথসভার কর্মসূচি গ্রহণ করে৷ বেশ কিছু দিন পরে আর এস পি’র উদ্যোগে এই পথসভা স্থানীয় নাগরিকদের মধ্যে উৎসাহের সঞ্চার করেছে৷ দুটি সভাতেই প্রবীণ আর এস পি নেতা এবং জনপ্রিয় শিক্ষাব্রতী কম. মিহির সেনগুপ্ত সংক্ষিপ্ত ভাষণে জনগণের এই সংগ্রামী চেতনাকে মূলধন করে রাষ্ট্রবিরোধী তীব্র গণআন্দোলন গডে তোলার আহ্বান জানান৷ আঞ্চলিক কমিটির সম্পাদক কম. সনৎ ঘোষ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, কেন্দ্রের সর্বব্যাপী ফ্যাসিবাদী আধিপত্যের কৌশলে কষকের অধিকার কেডে নিয়ে কর্পোরেট কষি-হাঙরদের হাত শক্ত করা খাদ্য মজুতদারির অবাধ সুযোগ করে দেয়ার প্রতিবাদে তীব্র বাম গণতান্ত্রিক সংগ্রামের প্রয়োজনীয়তার প্রসঙ্গ তুলে ধরেন৷ সভায় উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক কম. মিহির পাল সহ স্থানীয় সম্পাদক কম. মাধুরী লোধ, কম. পূর্ণিমা মুখার্জী, কম. ববি শেঠ, কম. প্রশান্ত মাহাতো, কম. ফরুক আনসারী, কম. অসীম কুণ্ডু, কম. ঘনশ্যাম রায় প্রমুখ উপস্থিত ছিলেন৷