৬৮ বর্ষ উনিশ সংখ্যা | ২৬ সেপ্টেম্বর ২০২০
সংবাদ
নদীয়া জেলায় আর এস পি ও অন্যান্য বামপন্থী দল এবং গণসংগঠনের উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচি
নদীয়া জেলায় আর এস পি অন্যান্য বামপন্থী দল এবং গণসংগঠনের উদ্যোগে কেন্দ্র রাজ্য সরকারের মানুষ মারা নীতির বিরুদ্ধে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করা হয়৷ গত ১৬ সেপ্ঢেম্বর ২০২০ থেকে ২০ সেপ্ঢেম্বর ২০২০ লাগাম ছাডা দ্রব্যমূল্য বদ্ধি কেন্দ্র রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে পলাশী, বেথুয়াডহরী, ধুবুলিয়া, চাপডা, কষ্ণনগর, তাহেরপুর, রাণাঘাট, কল্যাণী সহ জেলার বিভিন্ন স্থানে জনসাধারণের মধ্যে প্রচার পত্র বিতরণ বিক্ষোভ মিছিল সভার আয়োজন করা হয়৷
গত ২৩ সেপ্ঢেম্বর ২০২০ তেহট্ট, কষ্ণনগর, রাণাঘাট, কল্যাণীতে কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে শ্রমদপ্তরে স্মারকলিপি প্রদান বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ গত ২৫ সেপ্ঢেম্বর ২০২০ কেন্দ্রীয় সরকারের সর্বনাশা কষিবিল বাতিলের দাবিতে দুর্বার মিছিল, পথ অবরোধ, মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভে সামিল হন সর্বস্তরের মানুষ৷ ছাত্র, যুব, মহিলা, সংগঠিত অসংগঠিত শ্রমিক সহ হাজার হাজার মানুষ কষিবিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কষক সমাজের পাশে থেকে আন্দোলনের শপথ নেন৷
আর এস পি’র পক্ষে বিভিন্ন স্থানে নেতত্ব দিয়ে বক্তব্য রাখেন, পলাশীতে কম. আব্দুল জবব্ার, দেবগ্রামে কম. হরিহর রায়, বেথয়ুডহরীতে কম. আসিফ মহম্মদ, ধুবুলিয়াতে কম. সমরেন্দ্র কুমার, চাপডায় কম. নেহাজুদ্দিন শেখ, কষ্ণনগরে কম. শঙ্কর সরকার কম. সমীর দাস, তাহেরপুরে কম. আরতি রাউত, রাণাঘাটে কম. সুবীর ভৌমিক কম. সুবোধ দাস, চাকদহে কম. বিশ্বনাথ সাহা, কল্যাণীতে কম. ত্রিদিবেশ ভট্টাচার্য প্রমুখ নেতবন্দ৷ কষ্ণনগরে কর্মসূচিতে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কম. শিশির দত্ত, কম. নীহার ব্যানার্জী, কম. প্রবীর মিত্র৷ প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৪ সেপ্ঢেম্বর ২০২০ নিখিল বঙ্গ মহিলা সংঘ রাণাঘাট লোকাল কমিটির উদ্যোগে কোর্ট মোডে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম মহিলা শহীদ বিপ্ল্বী প্রীতিলতা য়াদ্দাদার-এর আত্মাঔতি দিবস উদ্যাপন করা হয়৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রী কম. করবী সেন, কম. ভবানী বর্মন এবং কম. অঞ্জনা বিশ্বাস৷