৬৮ বর্ষ উনিশ সংখ্যা | ২৬ সেপ্টেম্বর ২০২০

    সংবাদ

    প্রয়াত দীর্ঘদিনের আর এস পি নেতা কমরেড দিলীপ পুততুণ্ডু


    ২৬ সেপ্টেম্বর ২০২০ শনিবার সকালে দীর্ঘদিনের আর এস পি সদস্য নেতা কম. দিলীপ পুততুণ্ডু নদীয়া জেলার রানাঘাটে প্রয়াত হন৷ সংবাদ পায়া মাত্র আর এস পি নদীয়া জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য কম. সুবীর ভৌমিক কম. করবী সেন প্রয়াত নেতার বাডিতে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন৷

    প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা দপ্তরসহ সর্বত্র রক্তপতাকা অর্ধনমিত রাখা হয়৷